রহমত নিউজ 05 December, 2025 07:55 PM
চট্টগ্রামের লালদিঘী মাঠে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) নগরীর লালদিঘী মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে আট দলের নেতাকর্মীদের ঢল নামে। মাঠ হয় লোকে লোকারণ্য। জুমার নামাজের পর থেকে বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে মিছিল নিয়ে যোগ দেন দলীয় নেতা-কর্মীরা।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। সকাল থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা চলে। একই ময়দানে জুমার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়।
আট দলের মধ্যে আছে, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
নগর জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, যুগ্ম-মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান।